
পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কড়া ভাষায় বিসিবিকে চিঠি পাঠিয়ে তাদের অসম্মতির কথাও জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হলেও টাইগারদের স্কোয়াড নাকি ঠিকই ঘোষণা করা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, বিপিএলের সিলেট পর্ব শেষেই নাকি লাল-সবুজের দলের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হবে।
ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াডই থাকবে, নাকি ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের সুযোগ দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে নান্নু জানালেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে ক্রিকেটারদের ফিটনেস। টেস্ট দল নিয়ে বাড়তি কোনো পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে না।
আগামী ২ জানুয়ারি থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে; যা শেষ হবে ৪ জানুয়ারি। মাঝে ২ দিনের বিরতির পর ৭ জানুয়ারি টুর্নামেন্ট আবারো ঢাকায় ফিরবে। এর মাঝেই পাকিস্তান সফরের জন্য টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষিত হয়ে যাবে।
আরআইএস