• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৯, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৪, ২০১৯, ০৮:৩৪ এএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু ১৫ জানুয়ারি 

বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু ১৫ জানুয়ারি 

মুজিববর্ষকে সামনে রেখে জাতির পিতার নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ নামের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী জানুয়ারির ৪ তারিখে বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র সম্পন্ন হবে। যদিও টুর্নামেন্টের মাসখানেক আগেও ছয় দল চূড়ান্ত করতে পারেনি ফুটবল ফেডারেশন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও কিরগিজস্তান। দুইদিনের ভেতরই অংশগ্রহণকারী দলের নাম নিশ্চিত করা হবে বাফুফে সূত্রে জানা গেছে।

জমকালো আয়োজনে কমতি রাখছে না ফেডারেশন। জেমি ডে সহ পুরো কোচিং স্টাফ ছুটি কাটিয়ে ফিরবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আরো একবার শিষ্যদের ঘরোয়া পারফরম্যান্স না দেখেই দল দেবেন কোচ।

এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য রানার্স আপ হওয়া। ২০১৫ সালে ফাইনালে মালয়েশিয়া অনুর্ধ্ব-২৩ দলের কাছে হেরেছিল বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছিল ফিলিস্তিন। 

আরআইএস 

আরও পড়ুন