• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৯, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৫, ২০১৯, ১০:৪৩ এএম

আবারো লা লিগার সভাপতি তেবাজ

আবারো লা লিগার সভাপতি তেবাজ
জেভিয়ার তেবাজ। ফটো : মার্কা

তৃতীয়বারের মতো স্প্যানিশ ফুটবল লীগে (লা লিগা) চার বছরের মেয়াদে সভাপতি মনোনীত হয়েছেন জেভিয়ার তেবাজ। ২০১৩ সাল থেকে তিনি এই পদে আসীন রয়েছেন।

এক বিবৃতিতে লা লিগার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সভাপতি পদে একটি মাত্র নাম থাকায় জেভিয়ার তেবাজকেই লা লিগার সভাপতি হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।’

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সভাপতি পদে শুধুমাত্র ৫৭ বছর বয়সী তেবাজই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। নতুন নির্বাচনের জন্য তিনি ডিসেম্বরের শুরুতে পদ থেকে সরে দাঁড়ান।

এর আগে ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি মনোনীত হবার আগে তিনি প্রথমবার এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

আরআইএস 

আরও পড়ুন