• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৯, ১১:০৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৫, ২০১৯, ১১:০৩ এএম

হতাশা থেকেই অ্যাতলেটিকোতে যাচ্ছেন কাভানি! 

হতাশা থেকেই অ্যাতলেটিকোতে যাচ্ছেন কাভানি! 
শীতকালীন দলবদলে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারেন এডিনসন কাভানি। ফটো : সংগৃহীত

পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি শিগগিরই অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। স্পোর্টস দৈনিক মার্কা সূত্রে এই তথ্য জানা গেছে। স্প্যানিশ দৈনিকটি জানিয়েছে বেশ কয়েকটি ম্যাচে বদলি বেঞ্চে বসে থাকার হতাশা থেকেই উরুগুয়ের এই তারকা দলত্যাগের আগ্রহ প্রকাশ করেন। 

কাভানির বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ‘আসন্ন দিনগুলোতে দলবদলের ব্যপারে চূড়ান্ত কিছু হতে পারে। নতুন চুক্তিটি হতে পারে আড়াই বছরের, তবে সবকিছুই এখনো আলোচনার মধ্যেই রয়েছে।’

এদিকে ফ্রেঞ্চ রেডিও স্টেশন আরএমসি স্পোর্টস জানিয়েছে, অ্যাতলেটিকোতে মাদ্রিদের সঙ্গে কাভানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বেশ কিছুদিন ধরেই পিএসজি থেকে কাভানির চলে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে পিএসজির হয়ে মূল একাদশে মোটেই নিয়মিত ছিলেন না কাভানি। আগামী বছর জুনে পিএসজির সাথে কাভানির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া শীতকালীন দলবদলের সময়ই হয়তো পিএসজি তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে হারাতে পারে। 

আগামী ফেব্রুয়ারিতে পিএসজি যখন লীগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লীগ ও ঘরোয়া কাপের গুরুত্বপূর্ণ সময় পার করবে, তখন হয়তো কাভানির প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে।

আরআইএস 
 

আরও পড়ুন