
২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে তখন পিএসজিতে যোগ দেন তিনি। তবে সেখানে যাওয়ার পর থেকেই তার সময়টা ভালো কাটছে না। ইনজুরি সমস্যায় জর্জরিত নেইমার মৌসুমের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মাঠের বাইরে।
নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে তাই মরিয়া ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাকে দলে ফেরাতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটিও। যে কারণে তার জন্য পিএসজির কাছে তারা প্রস্তাবও করেছিল। তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি পিএসজি।
নেইমার নিজেই দল ছাড়তে চাওয়ার পাশাপাশি তাকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজিও। তবে তার জন্য তাদের চাহিদা মতো অফার পাওয়ার শর্ত জুড়ে দিয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটি। সব পক্ষেরই আগ্রহ থাকায় ধারণা করা হচ্ছিল, নেইমার বোধ হয় আবারো ফিরছেন নিজের সাবেক ক্লাবে। তবে শেষ পর্যন্ত নেইমারের আর স্পেনে ফেরা হয়নি। তবে বার্সেলোনা এখনো যেকোনো মূল্যে নেইমারকে দলে ভেড়াতে চায়। আগামী মৌসুমেই ন্যু ক্যাম্পে নেইমারকে ফেরাতে চায় কাতালানরা।
ইনজুরি থেকে ফিরে নেইমার দুর্বার। পারফর্ম করছেন পুরনো ছন্দে। গত মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ফরাসি স্ট্রাইকার গ্রিজম্যানকে এবং আয়াক্স থেকে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে নেয় বার্সেলোনা। এবার নতুন মৌসুমে তাদের একটাই লক্ষ্য নেইমারকে পাওয়া।
গোল ডটকম জানিয়েছে, ২২২ মিলিয়ন ইউরো নেইমারের জন্য প্রস্তাব করবে বার্সেলোনা। শীতকালীন দলবদলের সময় পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বার্সেলোনার কাছে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো দাবি করেছিল। কিন্তু বার্সা তাতে রাজি হয়নি।
চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বে নেইমারের পারফরম্যান্সও দলবদলের বাজারে বড় প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেইমার বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন। পিএসজি আশা করছে, একই পারফরম্যান্স চ্যাম্পিয়নস লীগেও নেইমার ধরে রাখবেন। তাতে নেইমারের দাম বাড়বে আর লাভবান হবে ফরাসি ক্লাবটি।
২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন নেইমার। ১৮৬ ম্যাচে গোল করেন ১০৫টি। দুটি লীগ শিরোপার পাশাপাশি ২০১৫ সালে কাতালানদের হয়ে জেতেন চ্যাম্পিয়নস লীগ। এরপরই রেকর্ড ট্রান্সফারে তাকে দলে নেয় পিএসজি।
আরআইএস