• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০১৯, ১১:১৭ এএম

২০১৯ সালে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলদাতারা

২০১৯ সালে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলদাতারা
সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২০১৯ সাল শেষ করলেন রবার্ট লেভানডভস্কি, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২০১৯ সাল শেষ করলেন রবার্ট লেভানডভস্কি। এই বছরের ১ জানুয়ারি থেকে বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের হয়ে ৫৮ ম্যাচে তিনি ৫৪ গোল করেছেন।

এ বছর লেভানডভস্কির সমান ৫৮ ম্যাচে ৫০টি গোল করেছেন মেসি। কোপা আমেরিকায় নিষিদ্ধের পর জাতীয় দলের হয়ে তিনি ৪টি ম্যাচ খেলতে পারেননি। তিনে থাকা পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ৪৯ ম্যাচে করেছেন ৪৪ গোল। 

৪১ গোল করে তালিকার চারে আছেন ম্যানচেষ্টার সিটির ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। যদিও তার সামনে এ সংখ্যা এখনো এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। ইউরোপের বাইরে থেকে ইরান জাহাবি ৪০ গোল ও কার্লোন ভেয়া ৩৮ গোল করে সেরা দশে জায়গা পেয়েছেন।

গত এক দশক ধরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে এডিন জেকোর পর মাঝে শুধু ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

আরআইএস 

আরও পড়ুন