
ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়ার পরেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণ দুর্গকে গুঁড়িয়ে দিয়ে ৪-১ গোলের বড় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিংটনের বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা ইংলিশ মিডফিল্ডার ম্যাথু লংস্টাফ ডান পায়ের শটে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন।
সাত মিনিট পর আন্দ্রেয়াস পেরেইরার কাছ থেকে বল পেয়ে ডান পায়ের কিকে ম্যানইউকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। ৩৬ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন ম্যাসন গ্রিনউড। তার নেয়া শট ফেদরিকো ফের্নান্দেসের পায়ে বল লেগে দিক পাল্টে জালে জড়ালে লিড পায় রেড ডেভিলরা।
ম্যাচের ৪১ মিনিটে ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকার ক্রসে বল পেয়ে হেডে গোল করে স্বাগতিকদের হাতে লাগাম তুলে দেন মার্কাস রাশফোর্ড। বিরতির পর ৫১ মিনিটের সময় নিউক্যাসলের শন লংস্টাফের দুর্বল ব্যাকপাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শিয়াল।
দিনের অন্য ম্যাচে বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। নতুন কোচ মিকেল আর্তেতার অধীনে নিজেদের প্রথম ম্যাচেও জয়হীন থাকলো গানাররা। ম্যাচের ৩৫ মিনিটে গসলিংয়ের লক্ষ্যভেদে এগিয়ে যায় বোর্নমাউথ। ৬৩ মিনিটে পিয়েরে এমরিক আউবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে আর্সেনাল।
নিজেদের মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে সাউদ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি। চলতি মৌসুমে এটি তাদের সপ্তম আর ঘরের মাঠে শেষ চার ম্যাচে তৃতীয় হার। খেলার ৩১ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন মাইকেল ওবাফেমি। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাথান রেডমন্ড।
ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ওয়াটফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেফিল্ড ইউনাইটেড।
১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বর অবস্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে চেলসি আছে টেবিলের চার নম্বরে। আর পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ২৯। শেফিল্ড ইউনাইটেড ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ২৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে আর্সেনাল।
আরআইএস