
ছয় মাসের চুক্তিতে এসি মিলানে ফিরছেন সাবেক সুইডিশ তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। শর্ত অনুযায়ী, এসি মিলানে ইব্রাহিমোভিচের সামনে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ আছে।
পুরানো ক্লাবে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বাসিত ইব্রাহিমোভিচ ২০১০ থেকে ২০১২ পর্যন্ত ইতালির অন্যতম সফল ক্লাব এসি মিলানে খেলেছেন। ওই সময়ে ক্লাবটির হয়ে ৬১ লীগ ম্যাচ খেলা এই ফুটবলার করেছিলেন ৪২ গোল।
এসি মিলানে ফেরার বিষয়টি নিয়ে ইব্রাহিমোভিচ বলেন, যে ক্লাবকে আমি অনেক শ্রদ্ধা করি এবং যে শহরকে অনেক ভালোবাসি; সেখানে ফিরে আসছি।
মিলান ছেড়ে পিএসজিতে চার বছর এবং পরে ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছর কাটিয়ে ২০১৮ সালের মার্চে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকারের (এমএলএস) এলএ গ্যালাক্সি ক্লাবে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। এলএ গ্যালাক্সির হয়ে মোট ৫৩টি গোল করেন তিনি এবং ২০১৮ ও ২০১৯ সালে এমএলএস-এর বর্ষসেরা একাদশেও জায়গা করে নেন ইব্রাহিমোভিচ।
গত আসর শেষে নভেম্বরে এলএ গ্যালাক্সি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। এবার ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের পুরনো ঠিকানায় ফিরে যাচ্ছেন।
আরআইএস