• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ১১:২৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৮, ২০১৯, ১১:২৪ এএম

আনন্দবাজারের চোখে 

আবারো বর্ষসেরা দলে সাকিব 

আবারো বর্ষসেরা দলে সাকিব 
সাকিব আল হাসান। ফাইল ফটো

আর মাত্র কয়েকদিন পরই ২০১৯ সাল পার হয়ে ২০২০ সালে পদার্পণ করবে বিশ্ব। শেষ হতে যাওয়া চলতি বছরে ক্রিকেট বিশ্ব দেখেছে ওয়ান ডে বিশ্বকাপ। একইসঙ্গে দর্শকরা সারা বছর প্রত্যক্ষ করেছেন ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স। 

সারা বছরের পারফরম্যান্স বিচার করে বর্ষসেরা ওয়ানডে দল গঠন করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। নিজের জাত চিনিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান যথারীতি এই দলে জায়গা পেয়েছেন। 

একনজরে দেখে নিন আনন্দবাজার পত্রিকার বর্ষসেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা: বর্ষসেরা দলে ‘হিটম্যান’ রোহিত শর্মাকে না রাখলেই নয়। ওয়ানডে ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে মোট রানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিকেও পেছনে ফেলে দিয়েছেন রোহিত। বছরজুড়ে ২২ গজে দাপট দেখিয়েছেন এই ক্রিকেটার। বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এক বছরে ২৮টি ম্যাচে সাতটি শতরানসহ মোট ১৪৯০ রান করেছেন। গড় ৫৭.৩০ এবং স্ট্রাইক রেট ৮৯.৯২। ২০১৯-এর সেরা একাদশে তাই রোহিতের স্থান পাকাপোক্ত।

শাই হোপ: রান সংগ্রহের কারণে রোহিতের পরেই বর্ষসেরাতে স্থান করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ। রোহিতের মতো হোপও ২৮টি ওয়ানডে ম্যাচ খেলে মোট রান ১৩৪৫ করেছেন; গড় ৬১.১৩ এবং স্ট্রাইক রেট ৭৭.৯১।

বিরাট কোহলি: চলতি বছর ওয়ানডে ক্রিকেটে ২৬টি ম্যাচ খেলে মোট রান ১৩৭৭ করেছেন ভারতীয় দলের অধিনায়ক; গড় ৫৯.৮৬ আর স্ট্রাইক রেট ৯৬.৩৬। ২০১৯ সালের সেরা একাদশে বিরাটকে ছাড়া আসলে ভাবাই যায় না।

বাবর আজম: ভারতীয় পত্রিকায় সেরা একাদশে নম্বরে ঠাঁই করে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। অবশ্যই নিজের যোগ্যতাই সেরা একাদশে স্থান পেয়েছেন তিনি। এ বছরে ২০ ওয়ানডে ম্যাচে ১০৯২ রান করেছেন বাবর আজম, যার গড় ৬০.৬৬ এবং স্ট্রাইক রেট ৯২.৩০।

সাকিব আল হাসান: ভারতীয় জুয়াড়ির সঙ্গে কথপোকথনের বিষয়টি আইসিসিকে না জানানোয় এক বছরের জন্য যেকোনো ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিব আল হাসান। তাই মাঠে তাকে আপাতত না দেখা গেলেও বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় রয়েছেন তিনি। যে কারণে আনন্দবাজার পত্রিকা সাকিবকে বিশ্বের সেরা একাদশের তালিকায় না রাখতে ভুল করেনি। চলতি বছরে ১১টা ওয়ানডে ম্যাচে তার রান ৭৪৮ এবং উইকেট ১৩টি।

বেন স্টোকস: ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে রাখা হয়েছে সাকিবের পরেই। ২০১৯ সালে দেশের হয়ে ২০ ম্যাচে রান করেছেন ৭১৯, যার গড় ৫৯.৯২। এর সঙ্গে ১২টি উইকেট জমিয়েছেন ঝুলিতে।

জস বাটলার: সতীর্থ বেন স্টোকসের পরেই বর্ষসেরা একাদশে ইংল্যান্ডের জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে জায়গা দিয়েছে আনন্দবাজার। স্টোকসের মতোই ২০১৯ সালে ২০ ওয়ানডে ম্যাচ খেলে ৪৭.৬৪ গড়ে ৬৬৭ রান করেছেন তিনি, যার স্ট্রাইকরেট ১৩৫.৫৬! হার্ট হিটার ব্যাটসম্যান এবং অসাধারণ ফিল্ডার বাটলার থাকছেন ব্যাটিং অর্ডারের সাত নম্বরে।

প্যাট কামিন্স: এই মুহূর্তে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। ২০১৯ সালজুড়ে তার বিধ্বংসী বোলিং দেখেছে বিশ্ব। ওয়ানডেতে পাঁচ নম্বরে থাকা এই অজি পেসার ১৬ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন, যা ছিল অজিদের মধ্যে সর্বোচ্চ। আইপিএলে সাড়ে ১৫ কোটি টাকায় দলে ভিড়েছেন তিনি। তাই বর্ষসেরা একাদশে কামিন্সকে পেস আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবেই ভাবা হচ্ছে।

রশিদ খান: বর্ষসেরা একাদশে ঠাঁই পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ঘূর্ণি বলে ব্যাটসম্যানদের কুপোকাত করার পাশাপাশি লোয়ার অর্ডারে ভালো ব্যাট চালাতে জানেন। তাই তাকেও রাখা হয়েছে ২০১১৯ সালের সেরা একাদশে

ট্রেন্ট বোল্ট: চলতি বছরে ২০ ম্যাচে বল করে ৩৮ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ২৩.৯৭ রানের বিপরীতে একটি করে উইকেট। বাঁহাতি এই কিউই পেসারকেও রাখা হয়েছে ।

জাসপ্রীত বুমরাহ: আইসিসি তালিকায় সেরা ভারতীয় বোলার জাসপ্রীত বুমরাহ। তবে ইনজুরির কারণে মাঠের বাইরেই বেশি দেখা যাচ্ছে তাকে। তবে যখনই ফেরেন বিপক্ষ দলের ত্রাসে পরিণত হন। তাই তাকে ছাড়া ২০১৯ এর সেরা দল গঠন আসলে সম্ভব নয়। 

আরআইএস 
 

আরও পড়ুন