
আগের ম্যাচেই এসেছিল বড় জয়। বার্ণলির বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে জয় না পেলেও নিজেদের জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ওলে গানার শুলশার শিষ্যরা। খেলার ৪৪ মিনিটে লিড পায় ম্যানইউ। স্বাগতিকদের ভুলে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি এই ফরাসি তারকা। আর ম্যাচের যোগ করা সময়ে গোল করে জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড।
লিগে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানইউ। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। লেস্টার সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২। আরেক জায়ান্ট দল আর্সেনাল ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।
এমএইচবি