• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩১, ২০১৯, ১২:৩১ পিএম

চারদিনের টেস্টের প্রস্তাব আসতে দিন : সৌরভ গাঙ্গুলী 

চারদিনের টেস্টের প্রস্তাব আসতে দিন : সৌরভ গাঙ্গুলী 
সৌরভ গাঙ্গুলী। ফাইল ফটো

২০২৩ সাল থেকে সময় কমাতে পাঁচদিনের টেস্টকে চারদিনে রূপ দিতে চায় আইসিসি- এমন খবর প্রকাশ করে ক্রিকেট বিশ্বে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে ক্রিকইনফো। ২০২৩-২০৩১ চক্রে ক্রিকেট সূচিতে চারদিনের টেস্টের দেখা মিলতে পারে। 

আগামী বছরই এই চারদিনের টেস্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভেবে দেখবে আইসিসি; বিষয়টি জানিয়ে ক্রিকইনফো একটি হিসাব উল্লেখ করে দেখিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট ম্যাচ ৪ দিনে হলে আইসিসির ক্রিকেট সূচিতে ৩৩৫ দিন বেঁচে যাবে, যা এক বছর সময়ের কাছাকাছি। 

তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চারদিনের টেস্ট নিয়ে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী স্পষ্টভাবেই বলেছেন, এখনই মন্তব্য করা বেশি আগে হয়ে যায়। প্রথমে প্রস্তাব দেখতে হবে। প্রস্তাব আসতে দিন, তারপর দেখবো। 

এখনও বৈশ্বিকভাবে চারদিনের টেস্ট ম্যাচ আলোর মুখ না দেখলেও, স্বল্প পরিসরে ঠিকই শুরু হয়েছে এই চর্চা। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড চারদিনের টেস্ট ম্যাচ খেলেছে। আগামী গ্রীষ্মে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ারও চারদিনের টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

আরআইএস 
 

আরও পড়ুন