
ম্যাচের ভাগ্য দুলেছে বারবার। শেষ বলেও ছিল উত্তেজনা। নিজের প্রথম বল খেলতে আসেন মুজিব, তখন ১ বলে প্রয়োজন ৩ রানের। পাল্লাটা তাই ভারি ছিল চট্টগ্রামের দিকেই। কিন্তু ম্যাচের একেবারে শেষ বলে প্ল্যাঙ্কেটকে চার হাঁকিয়ে ম্যাচটা নিজেদের করে নেন কুমিল্লার মুজিবুর রহমান।
এই ম্যাচে অবশ্য পার্শ্বনায়ক হিসেবে ভূমিকা রাখেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। কেননা তাঁর ৫১ রানের ৭৪ রানের ইনিংসটিই জয়ের ভিত গড়ে দেয় কুমিল্লার। ৪টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে এই ইনিংস সাজান ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। যদিও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।
এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। এরপর খেলতে নেমে লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ২ ছক্কা এবং ৫ চারের সাহায্যে ৩৪ বলে ৫৪ রান করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমন্স।
আরেক ওপেনার জুনায়েদ ৬ চারের সাহায্যে ৩৭ বলে ৪৫ রান করেন। এছাড়া শেষের দিকে ৪ ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জিয়াউর রহমান।
এমএইচবি