• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০, ০৬:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১, ২০২০, ০৬:০৬ পিএম

যেখানে যে খেলা দেখবেন ২০২০ সালে

যেখানে যে খেলা দেখবেন ২০২০ সালে

বিশ্ব ● ক্রীড়া

২০২০ সালের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বের নানা দেশে চলবে খেলাধুলার বড় বড় প্রতিযোগিতা৷ ফুটবল, ক্রিকেট, টেনিস রাগবি, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, বলতে গেলে সব খেলারই তারকারা নামবেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে

টেনিসের নতুন আসর
টেনিসে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অস্ট্রেলিয়াতেই বসছে পুরুষদের দলগত চ্যাম্পিয়নশিপের নতুন আসর ‘এটিপি কাপ’৷ নোভাক জোকোভিচের সার্বিয়া, রাফায়েল নাদালের স্পেনসহ পুরুষদের টেনিসের তারকা খেলোয়াড়দের সবার দেশই সেখানে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে৷ এটিপি কাপ ৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি (রোববার) পর্যন্ত৷ ২০ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন৷

ইউরোপিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
হ্যান্ডবলে ইউরোপের পুরুষদের এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামী ২৬ জানুয়ারি (রোববার), সুইডেনের রাজধানী স্টকহোমে৷

মিয়ামি গার্ডেন্সে সুপার বৌল
২ ফেব্রুয়ারি (রোববার) থেকে মিয়ামি গার্ডেন্সে শুরু হবে সুপার বৌল৷

ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ
নারী এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে এ বছর৷ আয়োজক অস্ট্রেলিয়া৷ ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হবে নারীদের আসর, শেষ হবে ৮ মার্চ (রোববার)৷ পুরুষদের আসর শুরু হবে ১৮ অক্টোবর (রোববার) শেষ হবে ১৫ নভেম্বর (রোববার)।

ভিয়েতনামে ফর্মুলা ওয়ানের তারকামেলা
হ্যানয়ে ৫ এপ্রিল (রোববার) থেকে শুরু হচ্ছে ভিয়েতনাম গ্রাঁ প্রিঁ৷ ভিয়েতনামে আসবেন ফর্মুলা ওয়ানের বড় বড় তারকারা, রাজধানী হ্যানয়ের স্ট্রিট সার্কিটে ঝড় উঠবে লুইস হ্যামিল্টনদের গাড়ির চাকায়- ভাবা যায়!

মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
২৪ মে (রোববার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হবে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল৷ সেখানে টানা পঞ্চম শিরোপা জিততে পারে লিয়ঁ৷ ফ্রান্সের এই ক্লাব এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে৷ সেখানে আরেও আছে ফ্রান্সের আরেক ক্লাব পিএসজি, স্পেনের আটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা, জার্মানির বায়ার্ন মিউনিখ ও ভল্ফসবুর্গ, স্কটল্যান্ডের গ্লাসগো সিটি এবং ইংলিশ ক্লাব আর্সেনাল৷

ইউরো ২০২০
এ বছর ৬০ বছরে পা দিচ্ছে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ৷ এবার ১৬তম আসরের ম্যাচগুলো হবে ১২টি দেশে৷ ফুটবলে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা অ্যামেরিকাও চলবে একই সময়ে৷

টুর ডি ফ্রান্স
২৭ জুন (শনিবার( থেকে সাইক্লিংয়ের এই আসরও শুরু হবে, চলবে ১৯ জুলাই (রোববার) পর্যন্ত৷২১ পর্বে সাইক্লিস্টদের তিন হাজার ৪৭০ কিলোমিটার পাড়ি দেয়ার এই প্রতিযোগিতার জন্যও মুখিয়ে আছেন অনেকে৷

টোকিও অলিম্পিকস
জাপানের রাজধানীতে বসছে খেলাধুলার সবচেয়ে বড় আসর৷ আসর শুরু হবে ২৪ জুলাই (শুক্রবার), শেষ হবে ৯ আগস্ট (রোববার)৷ ৩৩টি খেলায় অংশ নিতে অলিম্পিক ভিলেজে ভিড় জমাবেন প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ৷

টোকিও প্যারালিম্পিকস
২৩ আগস্ট (রোববার) থেকে ৬ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত টোকিওতেই হবে প্যারালিম্পিকস৷ শারীরিক প্রতিবন্ধীদের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন প্রায় চার হাজার ক্রীড়াবিদ৷

রাইডার কাপ
টাইগার উডস ফেরায় ২০১৮-র আসরে আবার চ্যাম্পিয়ন হবার আশা করেছিল যুক্তরাষ্ট্র৷ প্যারিসে সেবার ব্যর্থ হলেও এবার নিশ্চয়ই আয়োজক হওয়ার সুবিধা পুরোদমে কাজে লাগাতে চাইবে উডসের দল৷ তিনদিনের এ আসরটি শুরু হবে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)৷

এসএমএম

আরও পড়ুন