
টানা পাঁচ ম্যাচে জয়হীন আর্সেনাল। অবশেষে হারের এই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে তারা। নিজেদের সেই চেনা ছন্দে ফেরার আভাস দিয়ে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া আর্সেনাল দ্বিতীয়ার্ধেও সেটা ধরে রেখে পেয়েছে দুর্দান্ত এই জয়।
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক আর্সেনাল। সব ধরনের প্রতিযোগিতায় এটি মাত্র দ্বিতীয় জয় তাদের। নতুন কোচ আর্তেতার অধীনে তৃতীয় ম্যাচে এসে জয় পেল দলটি। আর লীগে টানা দুই জয়ের পর ফের হারল উলে গুনার সুলশারের দল।
ম্যাচ শুরুর মাত্র আট মিনিটের মাথায় গোল পেয়ে যায় আর্সেনাল। সেয়াদ কোলাশিনাচের কাটব্যাকে বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান নিকোলা পেপে। আট গজ দূর থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।
৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। পেপের কর্নারে আলেকসঁদ লাকাজেতের আলতো হেড ঠিকমতো রুখতে পারেননি গোলরক্ষক। আলগা বল শূন্যে থাকা অবস্থায় কাছ থেকে জোরালো শটে জালে পাঠান গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু আক্রমন করলেও গোলের দেখা পায়নি কেউই। দুই গোলের জয় নিয়েই তাই মাঠ ছাড়ে গানার্সরা।
এমএইচবি