
আবারো গোঁড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ ওলে গানার সোলসকায়ের। এজন্য তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।
গত বুধবার (১ জানুয়ারি) আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি শেষে সোলসকায়ের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবা ১০ দিন আগে ওয়াটফোর্ডের বিপক্ষে প্রায় ৩ মাস পর মাঠে নেমেছিলেন। ৪ দিন পর নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচেও তিনি বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পগবা মাত্র ৬টি ম্যাচে মূল একাদশে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের মধ্যমাঠে পগবার অনুপস্থিতি অবশ্যই তার দল টের পাবে।
এর আগেই স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় ইউনাইটেডের মধ্যমাঠ নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়েছেন সোলসকায়ের। এ সম্পর্কে তিনি বলেন, ‘যেহেতু স্কটও দলের বাইরে রয়েছে; সে কারণে পগবার অনুপস্থিতি দলকে শঙ্কায় ফেলেছে। তবে আগামী এক মাসের মধ্যে পগবা ফিরে আসবে বলে আশা করছি।’
মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগ্রহ প্রকাশ করায় ওল্ড ট্র্রাফোর্ডে পগবার ভবিষ্যত নিয়ে প্রথম থেকেই শঙ্কা ছিল। ইতোমধ্যেই পগবার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু হচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
যদিও গত মাসে দ্য ডেইলি মেইলের প্রকাশিত খবর অনুযায়ী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পগবা ক্লাব ছাড়ার অনুমতি দিতে ম্যানইউ এখন প্রস্তুত হয়ে আছে। ফলে যেকোনো সময় রেড ডেভিলদের শিবির থেকে পগবা মুক্ত হতে পারেন।
আরআইএস