• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০, ০৭:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২, ২০২০, ০৭:০৩ পিএম

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ 

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ 
প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে রহমতগঞ্জ। ফটো : সংগৃহীত

২০১৯-২০ মৌসুমের ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে ডান প্রান্ত থেকে শাহেদুল আলমের বাড়ানো ক্রসে বল আদায় করে উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবির হেডে বল জালে জড়িয়ে রহমতগঞ্জকে উদযাপনের উপলক্ষ এনে দেন।

বিরতির পর ৭৮ মিনিটে মোহামেডানের আমিনুর রহমান সজীব জালে বল জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজালে গোল বাতিল হয়ে যায়। ফলে সাদা-কালো শিবিরকে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

আগামী শুক্রবার (৩ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে রহমতগঞ্জ। 

আরআইএস 

আরও পড়ুন