• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩, ২০২০, ০১:০৯ পিএম

দশক সেরা আয়ে রোনালদো-মেসিকে ছাড়িয়েছেন মেওয়েদার  

দশক সেরা আয়ে রোনালদো-মেসিকে ছাড়িয়েছেন মেওয়েদার  
গত দশকের বিশ্বসেরা বিত্তশালী ক্রীড়াবিদ হয়েছেন বক্সিংয়ের কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার। ফটো : সংগৃহীত

২০১০ থেকে ২০১৯ সাল এই এক দশকে বিশ্বখ্যাত পত্রিকা ফোর্বসের বিচারে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে ছাড়িয়ে গিয়ে বিশ্বসেরা বিত্তশালী ক্রীড়াবিদ হয়েছেন বক্সিংয়ের কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদার। 

মজার ব্যাপার হলো, এই তালিকায় মেওয়েদারই হলেন সবচেয়ে কম খেলায় অংশ নেয়া ক্রীড়াবিদ। গত এক দশকে তিনি মাত্র ১০টি বাউটে লড়েছেন। যার শেষটি ছিল প্রায় দুই বছর আগে। ২০১৭ সালে ব্লকবাস্টার এমএমএ সুপারস্টার কোনর ম্যাকগ্রেগরের সঙ্গে ম্যাচের পরই অবসন নেন এই আমেরিকান সুপারস্টার।

মেওয়েদারের আয়ের বড় অংকটা ২০১৫ সালে ম্যানি প্যাকাউয়ের বিপক্ষে ম্যাচ থেকে এসেছে। সেই ম্যাচ খেলে তিনি পেয়েছেন ২৩০ মিলিয়ন পাউন্ড। দুই বছর পর কনর ম্যাকগ্রেগরকে হারিয়ে পান ২১৭.৫ মিলিয়ন পাউন্ড। পুরো ক্যারিয়ারজুড়ে আয়ের সিংহভাগ এসেছে এই দুটি লড়াই থেকে। এ জন্যই তার ডাকনাম ‘মানি’।

গত দশকে মেওয়েদার আয় করেছেন ৬৬৭ মিলিয়ন পাউন্ড। ৫৪৭.৮ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে মেওয়েদারের পর অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ৫১৭ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে রয়েছেন চার নম্বরে। ৫১৭.৮ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে মেসির ঠিক ওপরে এনবিএ তারকা লিব্রন জেমস।

টেনিস কিংবদন্তি রজার ফেদেরারে গত এক দশকে ৪৮৮.২ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে পাঁচ নম্বরে আছেন; যার অন্যতম কারণ নাইকির সঙ্গে মোটা অংকের চুক্তি। এরপর সেরা দশে রয়েছেন টাইগার উডস (৪৭২.৩ মিলিয়ন পাউন্ড), ফিল মিকেলসন (৩৬৫.৬ মিলিয়ন পাউন্ড), নেইমার (৩০৬.৫ মিলিয়ন পাউন্ড), ম্যানি প্যাকাউ (২৯৮.২ মিলিয়ন পাউন্ড) ও লুইস হ্যামিল্টন (২৯২.৬ মিলিয়ন পাউন্ড)। 

সূত্র: ডেইলি মেইল 

আরআইএস 
 

আরও পড়ুন