• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০, ০৮:২১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২০, ০৮:২১ এএম

ট্রফি জিততে না পারাটা ব্যর্থতা মনে করেন না জিদান

ট্রফি জিততে না পারাটা ব্যর্থতা মনে করেন না জিদান

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। এরপর ছেড়েছিলেন ক্লাবের দায়িত্ব, ফের লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে রিয়ালে ফিরেছেনও জিদান। তবে এবার দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত দলকে কোন শিরোপা জেতাতে পারেননি সাবেক এই ফরাসি ফুটবলার। 

শিরোপা জিততে না পারাকে ব্যর্থতা বলেও মনে করেন না জিদান। শনিবার লা লীগায় গেতাফের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, 'ব্যর্থতা হলো চেষ্টা না করা, নিজেদের পুরোটা না দেওয়া। গুরুত্বপূর্ণ হলো মাঠে আমাদের পুরোটা দেওয়া। তারপর আমরা দেখব কি ঘটে। একটি দল লীগ জিতবে। আরেকটি দল চ্যাম্পিয়ন্স লীগ। বাকি সব দল কি ব্যর্থ? আমি তেমনটা মনে করি না।'

চ্যাম্পিয়ন্স লীগ বা লা লীগা-কোনো একটিকে বেছে নেয়ার প্রশ্নে জিদান জোর দিয়ে জানান, জিততে চান সব। তবে এর কোনোটিই যে জেতা সহজ নয়, তাও মনে করিয়ে দিলেন তিনি।

তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স লীগে যেসব প্রতিপক্ষ আছে তাদের কারণে আমরা জানি যে প্রতিযোগিতাটা কত কঠিন। অন্যদিকে, লিগে অনেক বেশি ম্যাচ খেলতে হয়। তাই আমি মনে করি, এটি খুবই জটিল।'

এমএইচবি

আরও পড়ুন