• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২০, ০২:১৫ পিএম

আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব : জাতিসংঘ

আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব : জাতিসংঘ
অ্যান্তেনিও গুতেরেস

বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

শনিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক বিবৃতিতে অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলেন, এ হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে এই ড্রোন হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে ইরান যেভাবে যুদ্ধবিমান উড়াতে শুরু করেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

একেএস

আরও পড়ুন