• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০, ০২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২০, ০৫:৪৪ পিএম

বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলবে বুরুনডি-সেশেলশ

বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলবে বুরুনডি-সেশেলশ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ নেবে বুরুনডি ও সেশেলশ।

কয়টি দেশ নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, তা নিয়ে চলেছে একের পর এক নাটকীয়তা। প্রথমে ৪ দেশকে নিয়ে টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচিত হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমালোচনা থেকে বের হয়ে আসার জন্য পরে জানানো হয় ৬ দেশকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন হবে।

নাটকের এখানেই শেষ নয়, বাফুফের পক্ষ থেকে পরে জানানো হয় ৫ দলের অংশগ্রহণে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। বিজোড় সংখ্যার দল হওয়ায় গ্রুপ ভিত্তিক নয়, লীগ ভিত্তিতে নাকি দলগুলো খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দেশ ফাইনালে খেলবে। অথচ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের লোগো উম্মোচন অনুষ্ঠানে জানানো হয়েছে, টুর্নামেন্ট নাকি ৬ দেশ নিয়েই আয়োজিত হবে! 

দল সংখ্যার নাটকীয়তা শেষ হলেও নাম নিয়ে হয়েছে আরেক নাটক। আগে জানা গিয়েছিল বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও কিরগিজস্তান। কিন্তু এখন জানা গেল শ্রীলঙ্কা ছাড়া বাকি চারটি দল খেলবে না। টুর্নামেন্টে খেলবে ২০১৮ সালের চাম্পিয়ন ফিলিস্তিন, মরিশাস, বরুন্ডি ও সেশেলস। 

গ্রুপ এ’তে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। গ্রুপ বি’ তে লড়াই করবে বরুন্ডি, সেশেলস, মরিশাস। 

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৫১ নম্বরে আছে বুরুনডি। মরিশাস রয়েছে ১৭২তম র‍্যাংকিংয়ে, এই দুই দল বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। লাল-সবুজের দলের র‍্যাংকিং বর্তমানে ১৮৭তম। সেশেলস র‍্যাংকিংয়ে ২০০তম অবস্থানে আছে। টুর্নামেন্টের ফেবারিট ফিলিস্তিন ১০৬ নম্বর র‍্যাংকিংয়ে আছে।

আগামী ১৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। ৬ দেশ হওয়ায় লীগ পদ্ধতিতে নয়, দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। 

আরআইএস 

আরও পড়ুন