
গেটাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তার কয়েক ঘণ্টা পর ডার্বি ম্যাচে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারালেও আবারো টেবিলে সবার উপরে উঠে গেছে বার্সেলোনা।
শনিবার (৪ জানুয়ারি) আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৩ মিনিটে মার্ক রোকার ফ্রি কিক থেকে বল পেয়ে ডি বক্সের ভেতরে থাকা ডেভিড লোপেজ হেডে বল জালে জড়িয়ে দিয়ে এস্পানিওলকে লিড এনে দেন।
বিরতির পর ৫০ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার বাড়ানো ক্রসে বল আদায় করে ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। চলতি লা লিগায় এটি তার ১১তম গোল।
৯ মিনিট পর সুয়ারেজের পাসে বল পেয়ে হেডে গোল করে বার্সাকে লিড এনে দেন বদলি খেলোয়াড় আর্তুরো ভিদাল। ৭৫ মিনিটে জনাথন কাইয়েরির জার্সি টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। তাতে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয়।
ম্যাচের ৮৮ মিনিটে মাটিয়াস ভারগাসের বাড়ানো বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের সমতায় ফেরান চাইনিজ ফরোয়ার্ড উ লেই। গত অক্টোবরের লীগে জয়ের মুখ না দেখা এস্পানিওলের জন্য এই ড্র হয়ে গেছে জয়ের সমান।
এর আগে গেটাফের মাঠে রাফায়েল ভারানের জোড়া ও লুকা মড্রিচের এক লক্ষ্যভেদে গেটাফের মাঠে তাদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এইবারের বিপক্ষে নিজেদের মাঠে একমাত্র গোলে জয় পায় ভ্যালেন্সিয়া।
১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৩৫ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে নেমে গেছে সেভিয়া।
আরআইএস