
ইংলিশ প্রিমিয়ার লীগে ইতোমধ্যেই কোচ হিসেবে চার বছর পার করেছেন পেপ গার্দিওলা। সময়ের বিচারে পারফরম্যান্সে স্প্যানিশ এই কোচকে সফল বলাই যায়। বিশেষ করে গত মৌসুমে তার পারফরম্যান্স ছিল দারুণ প্রশংসনীয়। ম্যানচেস্টার সিটিকে ঘরোয়া ট্রেবল শিরোপা উপহার দেন তিনি।
তবে ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার মাইকেল রবার্ট ব্রাউন দিলেন এক চমকপ্রদ তথ্য। ৪২ বছর বয়সী এই ফুটবল বিশ্লেষক জানালেন, আসছে গ্রীষ্মেই নাকি ম্যানসিটি ছাড়বেন গার্দিওলা। অর্থাৎ এটাই সিটির সঙ্গে গার্ডিওলার শেষ মৌসুম। রেডিও ফাইভ লাইভকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, চলতি মৌসুমের শেষেই ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন পেপ গার্দিওলা।
গত নভেম্বর মাসে ক্রীড়ালেখক ডেভিড অর্নস্টাইন তার এক লেখায় দাবি করেছিলেন, চলতি মৌসুম শেষেই ম্যানসিটি ছাড়ছেন গার্দিওলা। বার্সেলোনার সাবেক কোচকে ফেরাতে কোচ ট্রান্সফারের রেকর্ডও ভাঙতে পারে কাইজাররা (বায়ার্ন মিউনিখ)।
টানা দুইবারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ২০১৯-২০ মৌসুমের পারফরম্যান্স মোটেও প্রত্যাশিত নয়। লীগে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ম্যানসিটি। ২১ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ সিটিজেনদের। সমান সংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রয়েছে লিচেস্টার সিটি।
লীগ টেবিলের শীর্ষে এবার লিভারপুল। এক ম্যাচ কম খেলেও ম্যানচেস্টার সিটির চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। যে কারণে প্রিমিয়ার লীগের শিরোপাটা এবার লিভারপুলই জিততে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের অনেকে।
গার্দিওলা আগেই স্বীকার করে নিয়েছেন যে, এবার লীগে তার দলের শিরোপার লড়াই ইতোমধ্যেই শেষ। তবে শিরোপা ধরে রাখতে না পারলেও সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন ম্যানসিটিতে তিনি সুখেই আছেন। এমনকি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি-স্বাক্ষরও করতে রাজি কোচ হিসেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় দারুণ সফল হওয়া গার্দিওলা।
আরআইএস