
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে থাকছে বিশেষ পরিকল্পনা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন, মরিশাস, বরুন্ডি ও সেশেলস আর শ্রীলঙ্কা এবারের আসরে খেলবে।
আফ্রিকান দেশ বুরুন্ডির হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে সাইদো বেরাহিনোকে খেলতে দেখা যেতে পারে। অংশ নিতে যাওয়া ফুটবলারদের ক্যারিয়ার গ্রাফের দিকে তাকালে তিনিই হতে পারেন এবারের আসরের সবচেয়ে বড় তারকা। কারণ ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৪ সালে ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের সিনিয়র দলের ট্রায়ালেও। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশ বুরুন্ডিকে বেছে নেন। গত বছর আফ্রিকান নেসন্স কাপে তিনি বরুন্ডির অধিনায়ক ছিলেন।
২৬ বছর বয়সী সাইদো ছোটবেলাতেই পরিবারের সঙ্গে রাজনৈতিক আশ্রয় নিয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে বসবাস শুরু করেন। ১১ বছর বয়সে তিনি ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের জুনিয়র দলের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন।
২০১০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জিতেছেন যুব ইউরো চ্যাম্পিয়নশিপ। একই বছর তিনি ওয়েস্ট ব্রমের সিনিয়র দলের হয়ে পেশাদার লীগে নাম লেখান। ২০১৪ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাইদো। ৭ বছর ওয়েস্ট ব্রমের হয়ে ইপিএলে ১০৫টি খেলেন ম্যাচ। ফরোয়ার্ড হিসেবে ওয়েস্ট ব্রমের হয়ে ইংলিশ লীগে তার নামের পাশে ২৩ গোল রয়েছে। ২০১৭ থেকে ইপিএলের আরেক ক্লাব স্টোক সিটিতে সাইদো বেরাহিনো দুই বছর খেলেছেন। সেখানে তিনি প্রতি সপ্তাহে ৭০ হাজার ইউরো বেতন পেতেন। গত বছর তিনি বেলজিয়ামের ক্লাব ভারেজেমে যোগ দিয়েছেন।
একটি বিশেষ কারণে সাইদো বেরাহিনো অনেকের কাছেই স্ট্রাইকার হিসেবে হাসির পাত্র ছিলেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করার পর তিনি আর তার দেখাই পাচ্ছিলেন না। এই নিয়ে প্রতিনিয়ত তিনি ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতেন অবশেষে টানা ৪৮ ম্যাচ এবং ৯১৩ দিন পর স্টোক সিটির জার্সিতে হাডার্সফিল্ডের বিপক্ষে তিনি গোলখরা কাটাতে সক্ষম হন। অথচ বেরাহিনোকে এক সময় ইংল্যান্ডের ভবিষ্যৎ তারকা ভাবা হতো। সমবয়সী হ্যারি কেনের মতোই তিনি সম্ভাবনাময় ছিলেন।
সাইদো দেড় বছর আগে মাত্র ৬ মাসের ব্যবধানে তিনজন গার্লফ্রেন্ডের সঙ্গে মেলামেশার কারণে তিন সন্তানের পিতা হওয়ার খবরে বেশ আলোচিত হয়েছিলেন। এই নিয়ে সেই সময় ইংল্যান্ডে ব্যাপক আলোচনা হয়।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথমে সাইদোর প্রাক্তন বান্ধবী স্তেফানিয়া ক্রিস্তোফোরৌ মে মাসে এক সন্তানের জন্ম দেন। এর পরে জুলাই মাসে দু ‘দিনের ব্যবধানে আরও দুই বান্ধবীর সন্তান হয়।
জুলাইয়ের ১৭ তারিখে চেলসি লভেসের সঙ্গে দ্বিতীয় সন্তান আনিয়া মারির পিতা হন সাইদো। তবে এরপরেই আরেক নারী হঠাৎ জানান, জুলাই মাসের ১৫ তারিখে তিনি যে সন্তানের জন্ম দিয়েছেন, তারও পিতা সাইদো। ‘ডেইলি মিরর’-এর দাবি অনুযায়ী, প্রথম শিশুরই জন্ম নিবন্ধন সনদে বেরাহিনোকে পিতা হিসেবে দেখানো হয়। তৃতীয় অজ্ঞাত পরিচয় নারী বেরাহিনোকে তার সন্তানের পিতা হিসেবে দেখানোর জন্য আইনের দ্বারস্থ হন।
২০১৭ সালের জুনে বার্মিহ্যামের এক রেস্তোরাঁ চেনের মালকিন স্তেফানিয়া নিজেদের বাগদানের কথা ঘোষণা করেন। তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বেরাহিনো পরে ডেটিং করা শুরু করেন মডেল চেলসির সঙ্গে। চেলসি লভেস পরে জানিয়েছিলেন স্ট্র্যাফোর্ডশায়ারে বেরাহিনোর বাড়িতেই দু‘জনে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন।
আরআইএস