
গত দশকে নির্দিদ্ধায় অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যেটুকু দ্বিধা তা ওই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির জন্যই। নয়তো কোন প্রশ্ন ছাড়াই গত দশকের সেরা ফুটবলার বলে দেয়া যেত পর্তুগিজ সুপারস্টারকে। এমন দুর্দান্ত একটা দশক কাটালেও শেষদিকে এসে ভর করেছিল একটা শঙ্কা, রোনালদো কি তবে ফুরিয়ে গেলেন!
উত্তরটা না। তাতো প্রমান করলেন রোনালদো নিজেই। নতুন বছর ও দশকের প্রথম ম্যাচেই যে করে ফেললেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে সিরি’আ লীগে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে ২০২০ সাল শুরু করেছে তুরিনের বুড়িরা।
সোমবার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বজায় রাখলেও গোলের দেখা পাচ্ছিল না মাউরিজিও সারির শিষ্যরা। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের। ৪ গোলের সবগুলোই তাই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
৪৯ মিনিটে কালিয়ারির দুই ডিফেন্ডারের ভুলে বল পেয়ে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ উইঙ্গার। প্রথম গোলের দেখা পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জুভেন্টাস। ৬৬ মিনিটে তিন খেলোয়াড়কে কাটিয়ে কালিয়ারির ডি-বক্সে ঢুকে পড়েন পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাধা দেওয়ায় পেনাল্টি পায় তুরিনের বুড়িরা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো।
৮১তম মিনিটে হিগুয়াইন স্কোরলাইন ৩-০ করলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যায় চ্যাম্পিয়নরা। বল পায়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ডান দিকে থেকে দগলাস কস্তার পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে ঠিকানায় পাঠান সময়ের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে এটি তার ৫৬তম হ্যাটট্রিক। ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস।
এমএইচবি