
কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে মাত্র তিন হাজার সিটি সমর্থক ইউনাইটেডের মাঠে এসেছিলেন। শেষ ডার্বিতে দুইদলের সমর্থকদের ভেতর ঝামেলার কারণে এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ছিল।
ম্যাচের ১৭ মিনিটে কাইল ওয়াকারের পাসে বল পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে একজনকে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে দুর্দান্ত এক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বের্নার্দো সিলভার বাড়ানো বল আদায় করে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে কাটিয়ে বল ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ।
৫ মিনিট পর কেভিন ডি ব্রুইনের শট ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া প্রতিহত করলেও মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরার পায়ে লেগে বল জালে প্রবেশ করলে আত্মঘাতী গোলও হজম করে রেড ডেভিলরা।
বিরতির পর ৭০ মিনিটের মাথায় ম্যাসন গ্রিনউডের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের কিকে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড।
আগামী ৩০ জানুয়ারি ইতিহাদে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
আরআইএস