
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে আগামী ১৫-২৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।
ছয় জাতির এই টুর্নামেন্টে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়।
টুর্নামেন্টের গ্রুপ এ’তে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। গ্রুপ বি’ তে লড়াই করবে বরুন্ডি, সেশেলস, মরিশাস।
বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি-
১৫ জানুয়ারি : বাংলাদেশ-ফিলিস্তিন
১৬ জানুয়ারি : মরিশাস-বুরুন্ডি
১৭ জানুয়ারি : ফিলিস্তিন-শ্রীলঙ্কা
১৮ জানুয়ারি : সিসেলস-বুরুন্ডি
১৯ জানুয়ারি : বাংলাদেশ-শ্রীলঙ্কা
২০ জানুয়ারি : মরিশাস-সিসেলস
২২ জানুয়ারি : প্রথম সেমিফাইনাল
২৩ জানুয়ারি : দ্বিতীয় সেমিফাইনাল
২৫ জানুয়ারি : ফাইনাল
আরআইএস