
একাই তিন গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। পাশাপাশি স্কোরকার্ডে নাম তুললেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে, বাকি এক গোল এসেছে আত্মঘাতি থেকে। তাতে ফ্রেঞ্চ লীগ কাপের কোয়ার্টার ফাইনালে সেইন্ট ইতিয়েনেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।
ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ইকার্দি। থমাস মিউনারের বুদ্ধিদীপ্ত পাস ধরে বল জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি আর্জেন্টাইন তারকার। কোয়ার্টার ফাইনালের উড়ন্ত সূচনা পায় পিএসজি।
দ্বিতীয় গোলটি করেন নেইমার। ৩৯ মিনিটের সময় আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান ব্রাজিলিয়ান সুপারস্টার। বিরতির আগেই ব্যবধান হয়ে যায় ৩-০। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে আত্মঘাতী গোল করে বসেন ইতিয়েনের হেসে মৌলিন।
বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল করতে মাত্র ৪ মিনিট সময় নেন ইকার্দি। পরে ৫৭ মিনিটের সময় কাইলিয়ান এমবাপের এসিস্টে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে এমবাপ্পে স্কোর করেন। যদিও ৭১ মিনিটে কাবায়ে নিজ দলের হয়ে একটি গোল শোধ করেন, তবে ৬-১ গোলের বড় জয় নিয়েই শেষ চারে পাড়ি দেয় টমাস টুখেলে শিষ্যরা।
এমএইচবি