• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ১০:০০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২০, ১০:০০ এএম

‘ডাক পেয়েছি, এখন জায়গা তৈরি করে নিতে হবে’

‘ডাক পেয়েছি, এখন জায়গা তৈরি করে নিতে হবে’

হুট করেই জায়গা পেলেন জাতীয় দলে। তবে নজরে আছেন বহু আগে থেকেই। ২০১৭ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে হ্যাটট্রিকসহ ৪ ম্যাচে ৭ গোল করে জিতেছিলেন সোনার বুট। তখন থেকেই নজরে আছেন ফয়সাল আহমেদ ফাহিম। 

কিন্তু এতো দ্রুতই যে জাতীয় দলে জায়গা পেয়ে যাবেন সেটা আশা করেননি ফাহিম নিজেই। স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবন অসুস্থ হয়ে পড়াতেই না সম্ভব হলো তা। তবে জায়গা পেয়ে অবাক হলেও দলে নিজের জায়গাটা তৈরি করে নিতে চান তরুন এই স্ট্রাইকার। 

তার ভাষায়, ‘এখনই জাতীয় দলে ডাক পাব, সে আশা করিনি। ডাক পাওয়াতে অবাকই হয়েছি। কিন্তু প্রথম অনুশীলনে আমি কিন্তু একবারও ভয় পাইনি, ভয় পাইও না। বড় ভাইদের সঙ্গে মিলিয়ে খেলার চেষ্টা করেছি। ডাক পেয়েছি, এখন জায়গা তৈরি করে নিতে চাই।’

ফাহিমের ডাক পাওয়াটা হুট করে হলেও তাঁর ওপরে নজর রাখছিলেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে, ‘ফাহিমের ওপর গত মৌসুম থেকেই নজর রাখছিলাম আমি। এ বছর ও একই ধারাবাহিকতা বজায় রেখেছে। আশা করি, জাতীয় দলে ডাক পাওয়া তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তাকে ভবিষ্যতের জন্য আমরা তৈরি করতে চাই।’

এমএইচবি

আরও পড়ুন