• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৮, ০৩:২৮ পিএম

মেলবোর্নে বর্ণবাদী আচরণে লাঞ্ছিত `গেম অব জেন্টলম্যান`

মেলবোর্নে বর্ণবাদী আচরণে লাঞ্ছিত `গেম অব জেন্টলম্যান`

 

খেলোয়াড়দের বল টেম্পারিং-এর মাধ্যমে ক্রিকেটীয় সৌন্দর্য বিনষ্টের পর এবার 'গেম অব জেন্টলম্যান্স'-এর গায়ে বর্ণবাদী অসভ্যতার কলঙ্ক মাখলো অজি দর্শকরা। মেলবোর্নে চলমান 'বর্ডার-গাভাস্কার' ট্রফির তৃতীয় টেস্টে গ্যালারিতে থাকা অস্ট্রেলিয়ান দর্শকরা ভারতীয় খেলোয়াড়দের লক্ষ্য করে এই চরম মাত্রায় বর্ণবাদী আচরণ প্রদর্শন ও অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছে।  

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, 'বক্সিং ডে'তে শুরু হওয়া টেস্টে প্রথম দুইদিন মেলবোর্নের ঐতিহ্যবাহী দক্ষিণ গ্যালারিতে দর্শকদের সমস্বরে বলতে দেখা গেছে- 'show us your visa'. ভারতীয় ক্রিকেটারদের বিদ্রূপাত্মকভাবে অনুপ্রবেশকারী বোঝাতেই তারা এমন কথা বলছিল। 

গ্যালারির দর্শকরা সমস্বরে আরও বলেছে, 'কোহলি একজন হস্তমৈথুনকারী!' ক্রিকেট অস্ট্রেলিয়া পরে এমন আপত্তিকর কথা তারা বন্ধ না করলে অভিযুক্ত দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেয়ার হুমকি দেয়।

যদিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষ খেলোয়াড়দেরকে নিয়ে নোংরা মন্তব্য করার ঘটনা এটাই প্রথম নয়। নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলিকেও দর্শকদের নোংরা আচরণের শিকার হতে হয়েছিল। 

ক্রিকইনফোর ধারণ করা সেই ভিডিও ফুটেজটি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রেরণ করা হয়। পরে তারা ফুটেজটি ভিক্টোরিয়া পুলিশ এবং স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের কাছে পাঠায়। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ভিক্টোরিয়া পুলিশ এবং স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা দর্শকদের ভিড়ের মধ্যে তাদের আচরণ পর্যবেক্ষণ করছে। দর্শকদেরকে ভেন্যুতে প্রবেশ করার নিয়মাবলী ও আচরণ নীতিমালা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে।  

দর্শকদের অসামাজিক ও বর্ণবাদী আচরণ যে নিষিদ্ধ, তা সবসময় ম্যাচের টিকেটের গায়ে লেখার ব্যবস্থা করে দর্শকদের স্মরণ করিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটি করলে কোনো দর্শককে ভবিষ্যতে ভেন্যুতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। এমনকি ফৌজদারি মামলাসহ আরও অনেক কঠোর পদক্ষেপও নেয়া হতে পারে। তারপরেও বর্ণবাদী ও কটু মন্তব্য করা থেকে দর্শকদের বিরত করা যাচ্ছে না।

 

আরএস/এস_খান