• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৪:৫১ পিএম

শ্রমিক আন্দোলন

উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পুলিশ সুপার

উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পুলিশ সুপার

 

সাভার আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে সম্প্রতি বেতন বৈষম্য নিয়ে শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা, ভাঙচুর ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম পার্কের পার্কিং জোনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এসময় জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার থেকেই কাজে যোগ দিয়েছে। কিন্তু জামগড়া এলাকায় পলমল নামে একটি তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের কাছে পুননির্ধারণকৃত মজুরির বিষয়টি সঠিক ভাবে উপস্থাপন করতে না পারায় ওই কারখানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বোঝালে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে ফেরায় তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্প্রতি সৃষ্ট আন্দোলনে যারা উসকানি দিয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এসব ঘটনায় যেসব শ্রমিক জড়িত নয় কিন্তু তারপরও মামলা জটিলতা ও কারখানায় ছাটাইয়ের আতঙ্কে আছেন তাদের পাশে ঢাকা জেলা পুলিশ রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৭ দিনের টানা আন্দোলনের পর গত দুই দিনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানা গুলোতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।  

এএস/