• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ০৮:০৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২১, ০৮:০৬ এএম

৭ মিনিটেই আর্জেন্টিনার চমক

৭ মিনিটেই আর্জেন্টিনার চমক

বুধবার (৭ জুলাই) সকাল ৭টায় খেলা শুরুর ৭তম মিনিটেই লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অ্যাসিস্ট করেন মেসি। এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। 

সেমিফাইনালে তাদের সামনে বাধা এখন কলম্বিয়া। ইতোমধ্যেই আসরের প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ব্রাজিল। দুরন্ত ছুটে চলা ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে। ঘরের মাঠে টানা দ্বিতীয় কোপার ফাইনাল খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ কে হবে? তার জন্য উত্তর জানা যাবে কিছুক্ষণ পর।

প্রথম একাদশে একজোড়া রদবদল করে কোপা আমেরিকার ফাইনালের লড়াইয়ে মেসিরা। আর্জেন্টিনা পারেদেস, আকুনাকে বসিয়ে মাঠে নামায় ট্যাগলিয়াফিকো ও রডরিগেজকে। কলম্বিয়া মুরিয়েলকে বসিয়ে কুয়াদ্রাদোকে মাঠে নামায়।

তবে ইতোমধ্যেই নেইমার জানিয়ে দিয়েছেন, ফাইনালে তিনি আর্জেন্টিনাকে চান। নেইমার বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক। 

সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদের সমর্থন করব। কোপার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চাই। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে। ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু ফাইনালে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন! এবার ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বিশ্ব ফুটবলের পরম কাঙ্ক্ষিত এক ম্যাচ। যে ম্যাচে ফুটবল দুনিয়া যেন ভাগ হয়ে যায় দুই ভাগে। কোপা আমেরিকায় প্রতি আসরেই সম্ভাবনা থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার। গত আসরেও দুই পরাশক্তির সাক্ষাৎ হয়েছিল। সেবার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্রাজিল। এবারও সাক্ষাতের সুযোগ আসছে। তবে এবারের লড়াইটা হতে পারে একেবারে ফাইনালে।

আগামী রোববার (১১ জুলাই) এস্তাদিও দে মারাকানায় ফাইনাল মহারণে মাঠে নামবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনাল জিতে আসা আর্জেন্টিনা কিংবা কলম্বিয়ার মধ্যে যে কোনো এক দল।

জাগরণ/এসকে