• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০২১, ১২:৩৮ এএম

পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় সাকিবের প্রতিষ্ঠান

পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় সাকিবের প্রতিষ্ঠান
সাকিব আল হাসান

শিগগিরই পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

৪ সেপ্টেম্বর (শনিবার) আনুষ্ঠানিকভাবে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা ট্রেক লাইসেন্স পাচ্ছে তার প্রতিষ্ঠান ‘মোনার্ক হোল্ডিং’।

ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনে এই দফায় ৫৫টি প্রতিষ্ঠানকে ট্রেক লাইসেন্স দেয়া হচ্ছে। ট্রেক লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শেয়ার কেনাবেচা সহ সংশ্লিষ্ট ব্যবসা করতে পারবে। 

লাইসেন্স পেতে সাকিবের মোনার্ক হোল্ডিং ১০ কোটি টাকা জমা দিয়েছে।

নেটওর্থআইডিয়ার হিসাবে, ২০২১ সালে সাকিবের সম্পদের মূল্য প্রায় ৩৪০ কোটি টাকা। 

এর আগে পুঁজিবাজারে ব্যবসা করা জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে ব্রোকারেজ হাউজের অনুমোদন পান সাকিব আল হাসান।

বাংলাদেশে সবচেয়ে ধনী এই ক্রিকেটার ও তার স্ত্রী বিভিন্ন সময়ে রেস্তোরাঁ, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, স্বর্ণ, ট্রাভেল এজেন্সি, হোটেল, ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং কাঁকড়া ও কুঁচের খামারের ব্যবসায় বিনিয়োগ করেন।

সম্প্রতি স্বর্ণের ব্যবসায় নাম লেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিজ্ঞাপন ছাপিয়ে তার প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণ কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

জাগরণ/এমএ