• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৯, ০৩:১০ পিএম

ইসকোর সঙ্গে বার্নাব্যু ছাড়ছেন মার্সেলো! 

ইসকোর সঙ্গে বার্নাব্যু ছাড়ছেন মার্সেলো! 
ফাইল ফটো

 

দুর্যোগের ঘনঘটা পুরো সান্তিয়াগো বার্নাব্যু জুড়ে। জিনেদিন জিদান দায়িত্ব নেয়ার পর টানা তিনবার ইউরোপ সেরার মুকুট জেতা রিয়াল মাদ্রিদ এবার খাবি খাচ্ছে লীগসহ সকল প্রতিযোগিতায়। মূলত কোচ হিসেবে জিদান রিয়াল ছাড়ার পরই সেই চিরচেনা রূপে নেই গ্যালাক্টিকোসরা। সেই সঙ্গে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার ঘটনা তো মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের জন্য। 

নতুন করে দল গোছাতে মৌসুমের শুরুতে স্পেনের কোচ হুলেন লোপেতেগুইয়ের হাতে দায়িত্ব তুলে দিলেও, ব্যর্থতার দায় ভার নিয়ে মাত্র ১৪ ম্যাচ পরেই বরখাস্ত হতে হয় তাকে। এরপর রিয়াল মাদ্রিদ 'বি' দলের কোচ সান্তিয়াগো সলারির হাতে প্রধান কোচের দায়িত্ব তুলে দিলেও সেই পুরনো রূপে ফিরতে পারছেনা তারা। 

এদিকে নিজেদের হারিয়ে খোঁজা রিয়াল মাদ্রিদে অন্তঃকলহ ব্যাপারটিও বেশ দৃষ্টিকটুভাবে উঠে আসছে গণমাধ্যমে। বিশেষ করে আক্রমণভাগের ইসকো আলার্কনের সঙ্গে কোচ সলারির সম্পর্ক নাকি মোটেও ভালো যাচ্ছেনা। এই মৌসুমে শেষেই তাই ক্লাব ছাড়বেন ইসকো তা এখন অনেকটাই নিশ্চিত। 

তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের জন্য সামনে হয়তো আরও খারাপ সময় আসছে। বর্তমান দলের অন্যতম সেরা লেফটব্যাক মার্সেলোও এবার নাকি রিয়ালের সঙ্গে তার দীর্ঘদিনের বাঁধন ছিন্ন করতে যাচ্ছেন। প্রিয় বন্ধু রোনালদোর পাশে জুভেন্টাসে খেলতে ইতিমধ্যেই 'তুরিনের বুড়িদের' সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন তিনি। 

চলতি মৌসুমে চেলসি থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়া আসায় নিয়মিত গোলরক্ষক কোস্টারিকান কেইলর নাভাসও দল ছাড়বেন। মাঠে যথেষ্ট সময় না পাওয়ার অভিযোগে দানি সেবায়োস ও লুকাস ভাজকুয়েজের দল ছাড়াও এখন অনেকটা নিশ্চিত। তাই ইসকোর সঙ্গে যদি মার্সেলোও মৌসুম শেষে দল ছাড়েন তবে পূর্ণশক্তির একাদশ সাজাতে হয়তো কালঘামই ছুটে যাবে রিয়াল বস সলারির।

 

এসএইচএস || স্পোর্টস