• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২২, ০২:৫০ পিএম

রিয়াদ ঝড়ে ঢাকার রানের পাহাড়

রিয়াদ ঝড়ে ঢাকার রানের পাহাড়
ফাইল ফটো।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চলতি বিপিএলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ঢাকা তাদের আগুনে ব্যাটিংয়ে আপাতত কুমিল্লাকে পাল্টা চ্যালেঞ্জই জানিয়ে রেখেছে। তামিম ইকবালের গড়ে দেওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দুর্দান্ত এক ফিফটি করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ভর করেই ১৮১ রানের পাহাড় গড়েছে দলটি।

শুরুতে মিনিস্টার গ্রুপ ঢাকা হারিয়ে বসেছিল মোহাম্মদ শাহজাদকে। এরপর ইমরানুজ্জামানকে সঙ্গে নিয়ে তামিম শুরুর ধাক্কাটা সামাল দেন ৪৮ রানের জুটি গড়ে। শুরুর দশ ওভারে শাহজাদ ও ইমরানকে হারিয়ে ঢাকা তুলতে পারে ৭৮ রান। এরপর রানের গতি বাড়ানোর তাড়নায় ব্যাট চালাতে গিয়ে উইকেট হারিয়ে বসেন তামিমও। 

ততক্ষণে দারুণ একটা ভিত পেয়ে গিয়েছিল ঢাকা। তবু থিতু ওপেনারকে হারিয়ে কিছুটা যেন খোলসেই ঢুকে গিয়েছিল দলটি। নিজে থিতু হতে সময় নিচ্ছিলেন রিয়াদ। যখন শেষমেশ শিকড় গেড়েই বসলেন, তখন রীতিমতো তাণ্ডব চালালেন কুমিল্লার বোলারদের ওপর। ৩ চার আর ৪টা মেরেছেন ছক্কা।

শেষ ৩০ বলে তুললেন ৬৪ রান। রিয়াদ নিজে পেলেন ৪১ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস। তাতেই ঢাকার সংগ্রহ গিয়ে ঠেকল ১৮১ রানে।

 

এসকেএইচ//