• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৭:০৫ পিএম

ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ

ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক নিউজ পোর্টাল ‘ইন্ডিপেন্ডেন্ট (আইওএল)’।

ইন্ডিপেন্ডেন্ট আরও জানিয়েছে, বাংলাদেশ দলে সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে পদের সাংঘর্ষিকতা এবং পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ বুধবার পদত্যাগপত্র মেইল করেন অ্যাশওয়েল প্রিন্স।

এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে আগামী দুই বছরের জন্য নিয়োগ পেয়েছে সাবেক টাইগার কোচ জেমি সিডন্স। তবে চুক্তি অনুযায়ী প্রিন্সের সঙ্গে চুক্তি ছিল চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

সিডন্স আসায় প্রিন্সকে হাই-পারফরম্যান্স (এইচপি) বা বাংলা টাইগার দলের কোচ করার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস।

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ শেষে ছুটিতে দেশে গিয়েছিলেন প্রিন্স। ছুটি শেষ করে আসন্ন আফগানিস্তান সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

ইউএম