• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১২:২৩ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২২, ১২:২৩ এএম

কাবাডিতে ফের শিরোপা বাংলাদেশের

কাবাডিতে ফের শিরোপা বাংলাদেশের
সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রতিপক্ষ কেনিয়াকে পরাজিত করে শিরোপা জয় করেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় আসরে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কাবাডি দল।

রাজধানী ঢাকার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে প্রতিপক্ষ কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে পরাজিত করেছে স্বাগতিক দল। বাংলাদেশ প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলেও বিরতিতে যাওয়ার আগে ১৭-১৪ পয়েন্টে লিড পায়।

তুহিন তরফদারের বাহিনীর শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। প্রতিপক্ষ কেনিয়া ৯ পয়েন্ট পর্যন্ত লিড নিয়ে খেলেছে। পরে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ ৬ পয়েন্টের লিড নেয়।

খেলার দ্বিতীয়ার্ধেও বেশ টান টান উত্তেজনা ছিল। শেষ দিকে কেনিয়া প্রায় নিকটে চলে আসে। এরপর ফের এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৩ পয়েন্টের লিড নিয়ে জয় লাভ করে বাংলাদেশ।

এই জয়ে টানা দ্বিতীয়বার দ্বিতীয় এই আসরে শিরোপা জয় লাভ করলো বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট অংশ নিয়েছে আটটি দেশ। দেশগুলো হলো- ইংল্যান্ড, কেনিয়া, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।

জাগরণ/খেলা/কাবাডি/এসএসকে