
স্প্যানিশ লা লিগাকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় ও পরিচিতি বাড়াতে এবার ভিন্ন পথে হাঁটছে লা লিগা। টেনিসে অর্থায়ন করতে যাচ্ছে তারা। মূলত লা লিগা নয়, এ পদক্ষেপ প্রথম নেয়া বার্সেলোনা তারকা জেরার্ড পিকের প্রতিষ্ঠান কসমস গ্রুপের। আর কসমস গ্রুপের সঙ্গে আলোচনা সেরে যৌথভাবে ডেভিস কাপের স্পন্সর করতে যাচ্ছে লা লিগা।
বর্তমানে ডেভিস কাপের টেলিভিশন সত্ত্ব কেনা বেইন স্পোর্টসের। জনপ্রিয় এই টেলিভিশনের পাশাপাশি এখন থেকে লা লিগাও ডেভিস কাপ আয়োজনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। ২০১৯ ও ২০২০- এ দুবছর ডেভিস কাপ আয়োজন করবে ইউরোপের অন্যতম জনপ্রিয় লীগ।
টুর্নামেন্টকে সামনে রেখে ভেন্যুও চূড়ান্ত হয়ে গিয়েছে। লা লিগার সঙ্গে চুক্তি অনুযায়ী ডেভিস কাপের আগামী দুই আসরই হবে স্পেনের রাজধানী মাদ্রিদের ইন্ডিয়ান ওয়েলসে।
ডেভিস কাপ আয়োজনের ব্যাপারে লা লিগা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তিটি এই টেনিস টুর্নামেন্টকে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ল্যাতিন আমেরিকায় আরও বেশি জনপ্রিয় করে তুলবে।
মূল টুর্নামেন্টের পাশাপাশি চলতি বছরে আসন্ন টুর্নামেন্টের কোয়ালিফায়ারও স্পন্সর করবে লা লিগা কর্তৃপক্ষ। যা শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকে। ডেভিস কাপের এই বছরের আসর চলবে আসছে নভেম্বর মাসের ১৮-২৪ তারিখ পর্যন্ত।
এসএইচএস || মার্কা, ইএসপিএন