
ক্যানবেরা টেস্টের দ্বিতীয় দিনে প্যাট কামিন্সের বাউন্সারে কাঁধে আঘাত পেয়ে আহত হয়েছেন শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুনারাত্নে। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে নিয়ে হাসপাতালে পাঠানো হয়।
অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৫৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করার পর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তাদের ওপেনিং জুটিতে ৮২ রান যোগ হওয়ার পর কামিন্সের ১৪২ কিলোমিটার গতির বল সামলাতে পারেননি করুনারাত্নে।
সফরকারীদের ইনিংসের ৩১তম ওভারে কামিন্সের বল ডাক করতে যান করুনারাত্নে। কিন্তু বল তার মাথার উপর দিয়ে না গিয়ে চলে যায় সরাসরি তার কাঁধে আঘাত হানে। সঙ্গে সঙ্গে তিন মাটিতে পড়ে যান।
এ সময় করুনারত্নের কাছে এগিয়ে আসেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মাঠে প্রবেশ করেন দুই দলের ফিজিও ও মেডিকেল টিম। পরে ইমার্জেন্সি ক্যাবে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর হাসপাতালে নেয়া হয়। ইনজুরির কারণে মাঠ ছাড়ার আগ পর্যন্ত করুনারাত্নে ৮৫ বল খেলে ৫ চারের মারে ৪১ রান করেন।
আরএস