কাতার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আবারও মাঠে ফিরছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ২৫ মার্চ (শনিবার) এক প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে নামবে নেইমাররা।
মরক্কোতে এই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস। ২৩ সদস্যের দলে নতুন মুখের ছড়াছড়ি। নতুন ৯ জন দলে সুযোগ পেয়েছেন।
ঘোষিত দলেই জায়গা হয়নি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের ও ডিফেন্ডার থিয়াগো সিলভা। ঘোষিত দলে ইউরোপের বিভিন্ন লিগে খেলোড়ারদের আধিক্যই বেশি।
২৩ সদস্যের ব্রাজিল দলে যারা আছেন-
গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো), উইভারটন (পালমেরাস)
ডিফেন্ডার : ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমারসন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম)
মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)
ফরোয়ার্ড : এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো)।
জাগরণ/