• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ১২:৪৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০২৩, ১২:৪৪ এএম

তিন মহাদেশের ছয়টি দেশে ২০৩০ বিশ্বকাপ

তিন মহাদেশের ছয়টি দেশে ২০৩০ বিশ্বকাপ
ছবি ● ফাইল ফটো

বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপন হবে ২০৩০ সালে। এই অনন্য মুহূর্ত উদযাপনে পুরো বিশ্বকে একত্রীত করতে চেয়েছে ফিফা। সাত বছর পরের ফুটবল মহাযুদ্ধ হবে তিনটি মহাদেশের ছয়টি দেশে।

আফ্রিকার মরক্কো, ইউরোপের পর্তুগাল ও স্পেনকে ২৪তম আসরের আয়োজক ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপের একশতম বার্ষিকী উদযাপনে ওই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালের আয়োজক ছিল উরুগুয়ে এবং তারাই হয়েছিল চ্যাম্পিয়ন।

আয়োজক হওয়ার সুবাদে এই মরক্কো, স্পেন ও পর্তুগাল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা, ‘ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে একমত হয়েছে যে, সম্মিলিত বিড অনুযায়ী মরক্কো, পর্তুগাল ও স্পেন ২০৩০ বিশ্বকাপের আয়োজন করবে এবং তারা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘প্রথম ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত নিয়েছে, শতবার্ষিকী উদযাপন হবে প্রথম আয়োজক দেশের রাজধানী মন্টেভিডিওতে। প্রথম তিনটি ম্যাচ হবে যথাক্রমে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।’

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০৩০/এসএসকে