জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই ক্রিকেটে ফেরার লড়াই শুরু করে দিলেন সাকিব আল হাসান। ট্রেনার ও কোচ নিয়ে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে সোমবার অনুশীলন শুরু করেছেন তিনি।
মাগুরা-২ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে জয়ী হওয়ার পর সোমবার ভোরে ঢাকায় ফেরেন সাকিব। দুপুরে আসেন মিরপুরে। গ্রাউন্ডসকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এমপি সাকিবকে।
অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। উপস্থিত ছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস ও চিকিৎসক মনজুর হোসেন।
১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মাগুরায় নির্বাচনী প্রচারের ফাঁকে ফিটনেসের কাজ করছিলেন তিনি।
এবার আঙুলের চোট কাটিয়ে ফিরতে ব্যাটে-বলের প্রস্তুতি শুরু করে দিলেন সাকিব।
জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে