• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০২:১৭ পিএম

পাকিস্তানি শ্যুটারদের ভিসা দেয়নি ভারত, খেপেছে অলিম্পিক

পাকিস্তানি শ্যুটারদের ভিসা দেয়নি ভারত, খেপেছে অলিম্পিক

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনায় এখনো ফুঁসছে গোটা ভারত। গত ১৪ ফেব্রুয়ারির ঘটনার পর থেকে পত্রিকা, রেডিও, টেলিভিশন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন ভারতীয়রা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে এখনো ভারত আর পাকিস্তানের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব। সে কারণে এখন শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে ক্রীড়াঙ্গনেও পাকিস্তানকে বয়কট করার পথে ভারত। 

ইতিমধ্যেই ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ শুটিং টুর্নামেন্টের জন্য পাকিস্তানি শ্যুটারদের ভিসা দেয়নি ভারত। তবে এ উদ্যোগের কারণে হয়তো বেশ বড় বিপদে পড়তে হচ্ছে ভারতের ক্রীড়াঙ্গন। পাকিস্তানি শ্যুটারদের ভিসা না দেয়ায় তাদের উপরে ক্ষেপেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। রাজনৈতিক কারণে ক্রীড়াঙ্গনে ভারতের এই হস্তক্ষেপে তারা জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে যদি এ অবস্থার পরিবর্তন না আসে তবে ভারতে আর কখনো কোনো ‘অলিম্পিক ইভেন্ট’ অনুষ্ঠিত হবে না। 

শুধু অলিম্পিক ইভেন্ট নয়, আইওসি অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর দিকেও ভারতে সকল টুর্নামেন্ট বর্জন করতে আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও ভবিষ্যতে আইওসির কাছে ভারত যে সব প্রতিযোগিতা আয়োজনের আবেদন করে রেখেছিল, সেগুলোও বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। যদি ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধান না হয় তবে ভবিষ্যতে আইওসি অনুমোদিত কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনও করতে পারবে না ভারত। 

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবিষ্যতে বেশ কয়েকটি বড় প্রতিযোগিতা আয়োজনের আবেদন করে রেখেছিল আইওসির কাছে। যার মধ্যে ২০২৬ সালে দিল্লিতে যুব অলিম্পিক, ২০৩০ সালে এশিয়ান গেমসের পাশাপাশি ২০৩২ সালের অলিম্পিকের ব্যাপারেও আগ্রহী ছিল ভারত। 


এসএইচএস